মাইক্রোফাইন্যান্স (Microfinance) সেবা দান (Service) পদ্ধতি বলতে কি বুঝায় ?

 
মাইক্রো ফাইন্যান্স সেবা

মাইক্রোফাইন্যান্স (Microfinance) সেবা দান (Service) পদ্ধতি :


অনেকেই মাইক্রোফাইন্যন্স সার্ভিস পদ্ধতি বলতে মূলত সঞ্চয় সংগ্রহ ও ঋণ আদান প্রদান করার পদ্ধতিকেই বুঝেন। প্রকৃত পক্ষে মাইক্রোফাইন্যন্স সেবা দান পদ্ধতি হলো, যে উপায়ে লক্ষিত জণগোষ্ঠীর কাছে বিভিন্ন ধরণের মাইক্রোফাইন্যান্স সেবা পৌছানো হয় তাকেই বুঝায় ।

মূলত মাইক্রোফাইন্যান্স সার্ভিস পদ্ধতি দুই ধরণের 

ক) একক পদ্ধতি খ) দলীয় পদ্ধতি।

ক) একক পদ্ধতি : 

কোনও দল গঠন করা হয় না। ব্যাক্তির সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করে মাইক্রোফাইন্যান্স সার্ভিস প্রদান করা হয় । 

খ) দলীয় পদ্ধতি :

 দল গঠনের মাধ্যমে মাইক্রোফাইন্যান্স সার্ভিস প্রদান কেরা হয়। দলের সদস্য হতে হলে সংস্থার নিয়ম বা শর্ত পালন করতে হয়। দলীয় পদ্ধতিতে সদস্যদের নির্ধারিত তারিখ ও সময়ে সভায় উপস্থিত থাকতে হয়।দলীয় হাজিরা খাতায় স্বাক্ষর করতে হয়। দল একটি কমিটির মাধ্যমে পরিচালিত হয়। যেকোনও সিদ্ধান্ত সমিতির সকলে মিলে গ্রহন করে এবং রেজুলেশন করে। কোনও সদস্য ঋণগ্রিহন করলে বা সঞ্চয় ফেরত নিলে দলের সম্মতির প্রয়োজন হয়।

সংস্থা কিভাবে মাইক্রোফাইন্যান্স (Microfinance) সেবা দান (Service) পদ্ধতি নির্ধারণ করে :

সংস্থা কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য, এলাকার ভৌগলিক অবস্থা, লক্ষিত জনগোষ্ঠীর জীবন যাত্রা, এলাকার যোগাযোগ ব্যবস্থা, পেশা, কর্মসংস্থান ইত্যাদি বিষয়কে বিবেচনায় এনে মাইক্রোফাইন্যান্স সার্ভিস পদ্ধতি কি হবে সেটি নির্ধারণ করে।

Post a Comment

নবীনতর পূর্বতন